প্রদীপ শীল (রাউজান নিউজ)🔴 জমির উদ্দিন পারভেজ রাউজান থেকে উঠে আসা সারা দেশের আলোকবর্তিকা!
রাউজানে সংবর্ধনায় বক্তারা বলেছেন, জমির উদ্দিন পারভেজ রাউজান থেকে উঠে আসা সারা দেশের আলোকবর্তিকা। পরিশ্রমী মেধাবী এই নেতা একাদ্বারে রাজনীতি, সমাজকর্ম, মানবধর্মী কর্ম যোগ্যতায় উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। সরকারের বিবেচনায়ও পারভেজ শ্রেষ্ঠত্ব অজর্ন করেছে। তার কর্মই বলে দেয় মানবতা মাঝে সুখ ও শান্তি নিহিত।
আজ ২৪ জুলাই বুধবার রাউজান মহিলা মাদ্রাসা হল রোমে পৌরসভার প্যানেল মেয়র-২ উপজেলা যুবলীগের সভাপতি, মহিলা মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জমির উদ্দিন পারভেজ প্রধানমন্ত্রী কর্তৃক বৃক্ষ রোপনে জাতীয় পুরুস্কার অর্জন করায় তাকে দেয়া এক সংবর্ধনা সভায় বক্তারা এ কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা অধ্যক্ষ মওলানা আবদুল মন্নান। রাউজান মহিলা মাদ্রাসার শিক্ষিকা আরাফাতুর নূরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, বক্তব্য সংবর্ধিত অতিথি জমির উদ্দিন পারভেজ, বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা হারুন আর রশিদ চৌধুরী টিপু, শইয়েব ই খান, যুবলীগ নেতা আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী, অরুণ শর্মা, মহিলা মাদ্রাসার উপধ্যক্ষ মওলানা বেলাল উদ্দিন, মওলানা সিরাজুল ইসলাম, মওলানা জামাল উদ্দিন।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম বলেছেন, জমির উদ্দিন পারভেজ রাউজান থেকে উঠে আসা সারা দেশের আলোকবর্তিকা। পরিশ্রমী মেধাবী এই নেতা একাদ্বারে রাজনীতি, সমাজকর্ম, মানবধর্মী কর্ম যোগ্যতায় উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। সরকারের বিবেচনায়ও পারভেজ শ্রেষ্ঠত্ব অজর্ন করেছে। তার কর্মই বলে দেয় মানবতা মাঝে সুখ ও শান্তি নিহিত।
সংবর্ধিত অতিথি জমির উদ্দিন পারভেজ বলেন, ভাল কাজের মাধ্যমে সমাজে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখা যায়। সেক্ষেত্রে লক্ষ্যবেধ থাকতে হবে। তিনি বলেন উন্নয়নের পূর্বশর্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখা। রাউজানের সাংসদ সেক্ষেত্রে সফল একজন রাজনীতিজ্ঞ। কিন্তু রাউজানে একটি তরিকা সৃষ্টি করে ভন্ডপীর মনিরুল্লাহ জঙ্গিবাদ সৃষ্টি করে শান্ত রাউজানকে কালীমা লিপন করতে চেয়েছিল। আমরা রুখে দাঁড়িয়েছি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। তারা ইসলামের নাম ব্যবহার করে জগন্য অপরাধে লিপ্ত। তাদের প্রতিরোধ করতে রাউজানবাসী ঐক্যবন্ধ। সভায় সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয় মাদ্রাসার পক্ষ থেকে।
রাউজান নিউজ🔺আমির হামজা🔺বার্তা বিভাগ
Add comment