প্রেস বিজ্ঞপ্তি ♦
জন্মদিনে সেন্ট্রাল বয়েজের ভিন্ন উদ্যোগ দুঃস্থ পরিবারের মাঝে গৃহনির্মান সামগ্রী প্রদান। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর উপদেষ্টা ও সাজিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফরহাদ গণি নয়নের জন্মদিন ভিন্ন আয়োজনে পালন করেছে মেধা ও মননের সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান। এ উপলক্ষে এক দুঃস্থ পরিবারকে গৃহনির্মান সামগ্রী প্রদান করা হয়।
রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের শরীফপাড়ায় মৃত আবু আহমেদের স্ত্রী ফাতেমা বেগমকে গত ২৫ ডিসেম্বর মঙ্গলবার এসব গৃহনির্মান সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা, শরীফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক তপন দে, সেকান্দর হোসেন, কুতুব উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, অর্থ সম্পাদক তারেক হাসান, আবু বক্কর আরফাত, মোহাম্মদ আরমান, আরফান গনি ফাহিম, তাজনবী ইমন, ইশতিয়াক কামাল রাকিব প্রমুখ।
Add comment