অামির হামজা (রাউজান নিউজ)♦ চুয়েট ক্যাম্পাসে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রী খেলার মাঠে এ অজগর সাপটি ধরা পড়ে। এসময় চুয়েট স্কুল এন্ড করেজের ও চুয়েট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতস্ক বিরাজ করছে।
চুয়েট সূত্রে, রাস্তা দিয়ে সাধারণ শিক্ষার্থী ক্লাসে যাওয়ার পথে শেখ রাসেল হলের ছাত্ররা সাপটি দেখতে পেয়ে ভয়ে চিৎকার করলে, ছুটে আসেন চুয়েটের চাকরিজীবি লোকজন ঘটনাস্থালে এসে তাঁরা অজগরটি আটক করে।
এবিষয়ে চুয়েটের কর্মরত সুব্রত ঘোষ বলেন, ‘আমি অফিসের যাওয়ার পথে ছাত্র ও কিছু লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থালে গিয়ে দেখতে পাই একটি বড় আজগর সাপ। পরে আমরা বিষয়টি চুয়েট পুলিশ ফাড়ীঁ’তে খবর পাঠানো হলে পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি হওয়া ও আমাদের চাকরি সময় হয়ে যাওয়াতে। পরে সাপটিকে স্থানীয় একটি পাহাড়া অবমুক্ত করি।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment