প্রদীপ শীল, রাউজানঃ রাউজানে করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া অটোরিকশা চালক সমিতির সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ এপ্রিল মঙ্গলবার সকালে জলিল নগর অটোরিকশা চালক সমিতি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রায় চার শত চালককে এই খাদ্য সহায়তা প্রদান করেন চালক সমিতির নেতৃবৃন্দরা। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। জলিল নগর অটোরিকশা চালক সমিতির সাধারণ সাম্পাদক ইউপি সদস্য ইকতিয়ার উদ্দিনের ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সমিতির সভাপতি মোহাম্মাদ শফি, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিনসহ আরে অনেকেই।
প্রধান অতিথি জমির উদ্দিন পারভেজ বলেন, প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবেলায় খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি রাউজানের সাংসদ ও সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী নির্দেশনায় খাদ্য সংকটে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। রাউজানে চালক, শ্রমিক, দরিদ্রসহ কোন মানুষ না খেয়ে থাকবে না। আমাদের পর্যাপ্ত খাদ্য সামগ্রী সহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র রয়েছে।
চালক সমিতির সাধারণ সম্পাদক ইকতিয়ার উদ্দিন বলেন, করোনা মেকাবেলায় সরকারী সিন্ধান্তে সকল অটোরিকশা চালক ঘরে অবস্থান করছে। তাদের আমরা খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করছি। আগামীতেও তাদের পাশে থাকার মধ্যদিয়ে করোনাকে জয় করবো। তিনি সকল চালককে ঘরে থেকে করো মোকাবেলায় কাজ করার আহবান জানান।
বার্তা কক্ষ.আমির হামজা
Add comment