নিজস্ব প্রতিবেদক.রাউজান নিউজ: চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা।
রাউজান উপজেলার উরকিরচর চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুর নবীর সভাপতিত্বে নতুন স্কুল ভবণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক, রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন।
প্রধান আলোচক ছিলেন উরকিরচর জনতা সংঘের সভাপতি, উত্তর উরকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সুমন।
সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক আবদুল হাকিম,শারমিন আকতার,শিক্ষক মোঃ ওমর ফারুক,নাফিজ ইকবাল, মোহাম্মদ নাজিম উদ্দিন, সাজ্জাদ হোসেন রুবেল, নার্গিছ আকতার, রাশেদা খানম,মোঃ জামাল উদ্দীন, মোহাম্মদ এনাম রিকু আকতার প্রমূখ।
(রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ.আপনার সংবাদ জানাতে –০১৫৫৯-৬৩৩০৮০)
Add comment