নিজস্ব প্রতিবেদকঃ
“চট্টগ্রাম কাস্টমসের ১৭ জনের বিরুদ্ধে ১৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক”
ঘুষ লেনদেন ও অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের ৭ কর্মকর্তা ও ১৭ আমদানিকারকের বিরুদ্ধে ১৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
আজ মঙ্গলবার (৬-আগস্ট) সকালে নগরীর আগ্রাবাদে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন। তিনি জানান, ২০১০ ও ২০১১ সালে মিথ্যা ঘোষণায় পণ্য এনে ২ কোটি ৬৬ লাখ ২৯ হাজার টাকা আত্মসাৎ করে কাস্টমসের ৭ কর্মকর্তা এবং ১৭ আমদানিকারক ও তাদের কর্মচারীরা।
এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক আফরোজা হক খান, গোলাম মাওলা এবং সহিদুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান দুদক উপ-পরিচালক।
রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ