মীর আসলাম( রাউজাননিউজ).
নিজের লাইসেন্স করা দুলা বন্দুক নিয়ে ছুটে গেলেন বাড়ির আঙ্গীনায় প্রবেশ করা কুকুরকে গুলি করে মারতে। গুলি করে মারলেনও সেই কুকুরটি। গুরুতর আহত কুকুরটির উপর আরো একটি গুলি ছুঁড়তে গিয়ে সেই গুলি কুকুরের দিকে না গিয়ে বিদ্ধ হলো প্রবাসী শিকারীর বুকে। এমন এক ঘটনায় মমান্তিক ভাবে মারা গেলেন রাউজানের প্রবাসী কোব্বাত হোসেন(৪৮)। তিনি উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়া মদিনা আবাসিক এলাকার বিল্লাল হোসেনের পুত্র।
স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে প্রবাসী কোব্বাত তার বাড়ির সামনের বাগানে একটি কুকুর দেখে গুলি করে মারতে যায় নিজের লাইসেন্স করা দুই নলা বন্দুক নিয়ে। প্রথম গুলিতে কুকুরটি আহত হয়ে দৌঁড়াতে চেষ্টাকালে প্রবাসী আরো একটি গুলি ছোঁড়ার প্রস্তুতিতে বন্দুকে টিগার টানতে গেলে হঠাৎ হুঁছুট খেয়ে মাটিতে পড়ে যান। সাথে সাথে গুলি রেব হয়ে তার বুকে বিদ্ধ হয়।
এই অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। জানা যায় আহত কুকুরটিও ঘটনাস্থলে মারা গেছে। নিহত প্রবাসীর স্বজনরা জানিয়েছে নিহত কোব্বত হোসেন দুই ছেলে দুই কন্যা সন্তানের জনক। এই প্রসঙ্গে কথা বললে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। কেউ এই নিয়ে অভিযোগ করলে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।
Add comment