প্রদীপ শীল, রাউজানঃ গহিরা ইউনিয়নে প্রধানমন্ত্রীর প্রদত্ত চাউল বিতরণ করা হয়েছে। ৪ মে সোমবার সকালে দলই নগর উচ্চ বিদ্যালয় মাঠে শারীরিক দুরত্ব বজায় রেখে এই চাউল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর প্রদত্ত চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। গহিরা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান নূরুল আবছার বাঁশির সার্বিক ব্যবস্থাপনায় এই চাউল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সরোয়ার্দ্দী সিকদার, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মমোর্শেদসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার নিরলস ভাবে কাজ করছে। কর্মহীন, গাড়ী চালক, কৃষক, শ্রমিক, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয় লিঙ্গের লোকজন, দিনমজুর শ্রেণীর লোকজন প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাউল পাচ্ছে। এছাড়া রাউজানের সাংসদ সকল পেশার লোকজনকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। রাউজানে কোন মানুষ না খেয়ে থাকবে না। আমাদের সব ব্যবস্থা রয়েছে।
গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আবছার বাঁশি জানান, তার ইউনিয়নে সকল পর্যায়ের মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। কর্মহীন, হতদরিদ্র মানুষের পাশাপাশি মধ্যবিত্ত, প্রবাসী পরিবারকে আমরা খাদ্য সামগ্রী দিচ্ছি। আমরা রাতেও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি।
বার্তা কক্ষ.আমির হামজা
Add comment