গহিরায় পিতা মাতার পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ফজলে রাব্বি চৌধুরী
মীর আসলাম (রাউজান নিউজ):
পিতা মাতার পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন রাউজানের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান এবিএম ফজলে রাব্বি চৌধুরী। ৫ জুন বাদে জুমা গহিরা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জানাজা শেষে তাকে সহাহিত করা হয়।
জানাজার পূর্বে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এমপি, তার ছোট ভাই এবিএম ফজলে শহীদ, এমপি পুত্র ফারাজ করিম চৌধুরীসহ তাদের পরিবারের অপর দুই সদস্য মরহুমের মাগফেরাত কামনায় উপস্থিত সকলের দোয়া চান।
উল্লেখ্য যে, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা ও প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান মরহুম এ.কে.এম. ফজলুল কবির চৌধুরীর মেঝ সন্তান ভাই এবিএম ফজলে রাব্বি চৌধুরী (মানিক) গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। জানাজায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। জানাজার ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী।
মরহুমের জীবনী তুলে ধরে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন(রোমান), রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কাজী মোহাম্মদ ইকবাল, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, সাংগঠনিক নেতা জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান, উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদুর জব্বার সোহেল, সৈয়দ হোসেন কোম্পানী, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী লালু, চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, চেয়ারম্যান রোকন উদ্দিন, চেয়ারম্যান নূরুল আবছার বাঁশি, সাবেক চেয়ারম্যান মেজবাউদ্দিন আকবর, কাউন্সিলর সওকত হাসান, মুছা আলম খান, সারজু মোহাম্মদ নাছির, সওকত হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
Add comment