নিউজ ডেস্ক.রাউজান নিউজঃ
খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারে কঠিন চীবর দান মঙ্গলবারে অনুষ্টিত হতে যাচ্ছে”
মানবিক মূল্যবোধ আর উৎকর্ষ সাধনের মাধ্যমে বিশ্ব জগৎকে শান্তি আর সম্প্রীতির সুন্দরবনে রুপান্তরিত করার প্রত্যাশায় আগামী (৫-নভেম্বর) মঙ্গলবার চট্টগ্রামের রাউজান উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী ধম্মবিজয়ারাম বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্টিত হতে যাচ্ছে।
শত শত হরেক রকমের ফানুস উত্তোলন ও আতসবাজি প্রদর্শনী। স্বধর্মের সত্য পথের অনুসারীদের শ্রীমৎ উ পঞঞা চকক মহাথের
পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য আমন্ত্রন করা হল।
এই পূণ্যময় অনুষ্টানে সবাইকে অংশগ্রহন করে সুন্দর ও স্বার্থক করে তুলার অনুরোধ জানিয়েছেন অনুষ্টান পরিচালনা কমিটি।
(রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ.আপনার সংবাদ জানাতে –০১৫৫৯-৬৩৩০৮০)
Add comment