প্রদীপ শীল (রাউজান নিউজ)🔴 কাহারো কথায় আওয়ামীলীগের কমিটি হবে নাঃ নজরুল ইসলাম চৌধুরী।
রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২জুলাই সন্ধ্যায় স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তুষার কান্তি দাশ দোলন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, পৌর কাউন্সিলর আওয়ামীলীগ নেতা জানে আলম জনি, উপজেলা আওয়ামীলীগ নেতা দিদারুল আলম, পৌর আওয়ামীলীগ নেতা মুছা আলম খান, সাংবাদিক নিরুপম দাশ গুপ্ত, মহিলা কাউন্সিলব জেবুরনেছা, সাবেক কাউন্সিলর সামিমুল ইসলাম চৌধুরী সামু, বদিউর জামান হারু, সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটনের পরিচালনায় বক্তব্য আওয়ামীলীগ নেতা এনএন আবছার, মৃদুল দাশ প্রমূখ।
প্রধান অতিথি নজরুল ইসলাম চৌধুরী বলেন, কাহারো কথায় আওয়ামীলীগের কমিটি হবে না। কমিটি হবে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে। দলাদলি করে কোন লাভ হবে না। সাংগঠনিক ভাবে যারা এগিয়ে তাদের মূলায়ন করা হবে। সমন্বিত ভাবে ঐক্যবদ্ধ হলে কমিটি হবে গ্রহণযোগ্য। বিশেষ অতিথি কাউন্সিলর জানে আলম জনি বলেন রাউজানের সাংসদ সংগঠনকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। কমিটিতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। নিষ্কিয় কাউকে স্থান দেয়া হবে না এটা সাংসদের নির্দেশনা।
সাংবাদিক নিরুপম দাশ গুপ্ত বলেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগকে আরো সাংগঠনিক কাজের গতি বাড়াতে হবে। সক্রিয় ভাবে নেতাকর্মীদের আওয়ামীলীগের কর্মসূচী পালনে ভূমিকা রাখা দরকার। সাবেক ছাত্রনেতা দিদারুল আলম চৌধুরী বলেন, আওয়ামীলীগ কোন ভূঁইফোর সংগঠন নয় যে এটার দায়িত্ব বিএনপি-জামাতের লোক এসে পরিচালনা করবে। প্রকৃত ও ত্যাগী কর্মীদের কমিটি গঠন করতে হবে।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহাজান বলেন, আওয়ামীলীগকে একটি গনমূখী সংগঠনে পরিনত করতে পৌর ওয়ার্ড কমিটির সম্মেলন করতে যাচ্ছি। কমিটি গুলোতে স্থান হবে যোগ্যতম ব্যাক্তিদের। রাউজানের সাংসদের নির্দেশনা হলো যোগ্য নেতৃত্বগুণ সম্পন্নদের কমিটিতে স্থান দেয়া।
রাউজান নিউজ🔺আমির হামজা🔺বার্তা বিভাগ
Add comment