আমির হামজা.রাউজান নিউজ: কাল রাউজানে আসছেন চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন। চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম জনপ্রিয় নানা সেবা মূলক সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান’ এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে কাল রবিবার রাউজানে আসছেন নিরাপদ সড়ক চাই ও নিরাপদ নিউজ এর চেয়ারম্যান জনপ্রিয় বাংলার চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন। তিনি সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ৪র্থ বর্ষপূর্তি রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিকাল ৪ টায় উপস্থিত থাকবেন।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment