রাউজাননিউজ ডেস্ক:
চট্টগ্রামের রাউজানে এক দিনে ২৮ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য পায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ নিয়ে এখানে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪০।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার করোনাভাইরাসের উপসর্গ আছে রাউজানের এমন ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট ১৫ জনের করোনা পজিটিভ আসে।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম দীন। তিনি বলেন, এই উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা আবার বাড়ছে। মোট আক্রান্ত ৮৪০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৫০ জন। মারা গেছেন ৫ জন।
Add comment