মীর আসলাম(রাউজাননিউজ) ঃ
রাউজানের হাটবাজার গুলোতে অধিকাংশ মানুষ এখন মাক্স ছাড়াই চলাচফেরা করছে। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ছোট বড় যানবাহনের চালকরাও মানছে না স্বাস্থ্য বিধি। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনা ভাইরাসকে এখন মানুষ পাত্তা দিচ্ছে না। সরেজমিনে পরিদর্শন করে ধারণা পাওয়া যায় মাত্র ১০ শতাংশ মানুষ স্বাস্থ্য বিধি মেনে মুখে মাক্স ব্যবহার করছে। ৬০ শতাংশ মানুষের কানে মাক্স ঝুলানো থাকলেও ওসব মাক্সে নাক মুখ ঢেকে রাখার পরিবর্তে মুখের নিচে থুতনিকে ঢেকে রেখেছে। ৩০ শতাংশ মানুষ মাক্স ছাড়াই চলাফেরা করছে।
স্বাস্থ্য সচেতন ব্যক্তিবর্গের মতে রাউজান-রাঙ্গুনিয়া-হাটহাজারী উপজেলায় কয়েক’শ মানুষ এখন ভাইরাস সংক্রমিত আছেন। নিজেদের অজান্তে অনেকের শরীরের ভাইরাস নিয়ে পথে ঘাটে হাটবাজারে ঘুরাঘুরি করছেন। বিপনী কেন্দ্র সমূহে মাকের্টিং করতে আসা নারীরা সাথে নিয়ে আসছেন কোলের শিশুটিকেও। এমন পরিস্থিতিতে করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। এলাকার সড়ক সমূহে দেখা যায় শত শত অটোরিক্সার দীর্ঘ যানজট। এসব গাড়ির চাপে হিমশিম খেতে হচ্ছে রাস্তাঘাটে চলাচলকারী মানুষকে। এখানের দেখা যায় অধিকাংশ অটোরিক্সায় চালকদের মুখে মাক্স নেই। কারো স্বাস্থ্য বিধি মানার গরজ নেই। স্থানীয়রা জানিয়েছে মাঝে মধ্যে সেনাবাহিনীর টহল টিম অথবা ম্যজিষ্ট্র্যেট এর এ্যাকশন দেখলে স্বাস্থ্য বিধি না মেনে চলা মানুষজন দ্রুত মুখে মাক্স পড়ে। চলে যাওয়ার পর আবারো বেপরোয়া চলাচল শুরু করে।
Add comment