মোঃ হাবিবুর রহমান (রাউজান নিউজ)♦ ওমানে রাউজান প্রবাসীর মৃত্যু।
মধ্যপ্রচ্যের দেশ ওমানে স্ট্রোকে সাইফুল হক সুজন (৩০) নামের এক রাউজান প্রবাসীর মৃত্যু হয়েছে। গত সোমবার ওমান সময় সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় ১টা ৩০ মিনিট) এ তার মৃত্যু হয়।
মৃত্যুবরণকারী ওই প্রবাসী রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ফকিরটিলা এলাকার বাসু তালকদার বাড়ির নায়েব সুবেদার নাজমুল হকের পুত্র।
নিহতের বড় ভাই সাইদুল হক বলেন, তার ছোটভাই ওমানে বাগানের কাজে নিয়োজিত ছিল। গত সোমবার বিকেলে ফোনে জানতে পারেন তার ভাই মারা গেছেন।
তিনি আরো বলেন, গত ৩ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তার ছোটভাই সুজন। তাদের (স্বামী-স্ত্রী) মধ্যে মনমানিল্য হওয়ায় স্ত্রী বাপের বাড়ি চলে যায়। পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এ নিয়ে তার ছোটভাই একটু দুঃচিন্তায় ছিল।
আগামী কয়েকদিনের মধ্যে লাশ দেশে আনার পক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। নিহত সাইফুল হক সুজন ৩ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট বলে জানা গেছে।
রাউজান নিউজ/অামির হামজা/বার্তা বিভাগ
Add comment