এম.আরফাত হোসাইন (রাউজান নিউজ)♦ এয়াছিন নগরে বনফুল ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান। রাউজানের হলদিয়ায় এয়াছিন নগরে বনফুল ক্লাবের উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে এয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এতে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. নু.ক.ম আকবর হোসেন।
সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড
টেকনোলজি থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করা ড. মুবিনুল হক।
হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রপেসর ড. বদরুল হুদা খাঁন, হলদিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক জিয়াউল হক চৌধুরী, হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের অধ্যক্ষ কৃষিবিদ জাহাঙ্গীর আলম, এয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মহাজন। অনুষ্ঠান শেষে অতিথিরা ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment