মীর আসলাম.রাউজাননিউজঃ
রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের একটি গ্রামের নাম করিম নগর। গ্রামবাসীরা সর্বসম্মতিক্রমে এই গ্রামের নাম করণ করেছে রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর নামে। জানা যায় গত প্রায় আড়াই যুগ আগেও এই গ্রামটির অস্থিত্ব ছিল না। গোটা এলাকাটি পরিচিত ছিল জঙ্গল রাউজান হিসাবে। মাত্র কয়েকটি পরিবার এখানে বসতি স্থাপন করে কৃষিকাজ করতো। বলা যায় আজকের আলোকিত নয় নং ওয়ার্ড ছিল সেই সময়কালে একটি ঝোপঝাড় পূর্ণ এলাকা।
যুগের পরিবর্তনের সাথে এই এলাকাটি পৌরসভায় অর্ন্তভুক্ত হয়। নয় নম্বর ওয়ার্ডে আলোর পরশ হয়ে আসে জমির উদ্দিন পারভেজ। যিনি গত দেড় দশকে আগের নির্যাতিত ছাত্রলীগ নেতা ছিলেন। বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর হয়ে পৌরসভার প্যানেল মেয়র পদের রয়েছেন ।
রাউজান উন্নয়নের রূপকার পিংক,গ্রীণ ও ক্লিন রাউজানের জনক এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র বিশ্বস্ত ও আস্তাভাজন হওয়ার সুবাদে কাউন্সিলর গোট জঙ্গল রাউজানকে আলোকিত করেন। তার রাজনৈতিক গুরু এবিএম ফজলে করিম চৌধুরীর মাধ্যমে এই এলাকায় পিংক সিটি, বিসিক শিল্পনগরী, মহিলা মাদরাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করান। রাস্তাঘাট,ব্রিজ কালবার্ট পাকা করার পাশাপাশি বহুমুখি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হন। ঘরে ঘরে পৌঁছে দেন বিদ্যুৎ ।
Add comment