কামরুল ইসলাম বাবু :
রাউজান থেকে চার বারের নির্বাচিত সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
গ্রীণ-ক্লিন-পিংক রাউজানের রূপকার হিসাবে পরিচিত সাংসদ ফজলে করিম চৌধুরী গত ১৯৯৬সাল থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছেন। তার সুযোগ্য নেতৃত্বে রাউজান উপজেলা আওয়ামী লীগ বর্তমানে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।
ইতি পূর্বে তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক ভীত মজবুত করতে অবদান রেখেছেন।
বর্তমানে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির এবিএম ফজলে করিম চৌধুরী ইতি পূর্বে গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব সফল ভাবে পালন করেছেন।
নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ হোসেন মনসুর, সদস্য সচিব হিসাবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর। ১৭ সদস্যের উপকমিটির সদস্য হিসাবে এমপি ফজলে কমির চৌধুরীর সাথে আছেন, আ.ফ.ম রুহুল হক এমপি, মোঃ একাব্বর হোসেন এমপি, মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, আসাদুজ্জামান নূর এমপি, শেখ সালাউদ্দীন এমপি, মোঃ আবু জহির এমপি, ইকবালুর রহিম এমপি, মোঃ সাইফুজ্জামান (শেখর) এমপি, নিজাম উদ্দীন হাজারী এমপি, মোজাফ্ফর হোসেন এমপি, নাছিমুল আলম চৌধুরী এমপি প্রমুখ।
রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী কে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় রাউজান নিউজ পরিবারের পক্ষে অভিনন্দন।
Add comment