মোঃ হাবিবুর রহমান (রাউজান নিউজ)ঃ
এবিএম ফজলে করিম চৌধুরীর জন্মদিনে
ছাত্রলীগের এতিমখান, অনাথালয় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ।
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৬৬ তম জন্মদিন ব্যতিক্রমভাবে
পালন করেছে রাউজান উপজেল ছাত্রলীগ।
এ উপলক্ষে বুধবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জানালী হাট এলাকায় অবস্থিত গাউসিয়া মেহেরুন্নেছা এতিমখানা ও নন্দীপাড়া শ্রী শ্রী কালী বিগ্রহ মন্দির অনাথালয়ের শিশুদের মাঝে এবং মুন্সিরঘাটা এলাকায় অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, সহ-সভাপতি মো. জাবেদ, যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. নাছির, সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম, প্রচার সম্পাদক নুরুল আজম, উপ সামাজ সেবা সম্পাদক বেলাল হোসেন, সহ-সম্পাদক অনিক ভট্টচার্য্য গহিরা মাদরাসা ছাত্রলীগের আহবায়ক আব্দুল হাকিম, যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন, ছাত্রলীগ নেতা সুজন, মো. মনির, সুজিত্ত দাশ অন্তু, সাফাত, নুরুল আজম প্রমূখ।
এবিএম ফজলে করিম চৌধুরীর জন্মদিন
উপলক্ষে বাবু চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে
চাল বিতরণ
(রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ.আপনার সংবাদ জানাতে –০১৫৫৯-৬৩৩০৮০)
Add comment