এম বেলাল উদ্দিন রাউজান নিউজ: এবার গরিব কৃষকের পাকা ধান কেটে দিলেন ইউনিয়ন পরিষদের নিয়োজিত গ্রাম পুলিশ(চৌকিদার)।বৃহস্পতিবার দুপুরে এ চিত্র দেখা যায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আমিরহাট বাজারের উত্তরপাশে হলদিয়া ভিলেজ সড়কের পশ্চিমে।দেখা যায় হলদিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত গ্রাম পুলিশ (চৌকিদার) মহিলা-পুরুষ উভয়েই মিলে এক গরিব কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে।এর আগে গত মঙ্গলবার ৫০যুবক কেটে দিয়েছিল একই ইউপির কমবইল্ল্যা ঠিলার রিক্সা চালক ইদ্রিসের ২একর জমির পাকা ধান।বৃহস্পতিবার পাকা ধান কাটা কর্মসূচীতে অংশ নেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের রাউজান উপজেলা সেক্রেটারী মুহাম্মদ মমতাজ উদ্দীন।এছাড়া অংশ গ্রহন করেন হলদিয়া ইউপির গ্রাম পুলিশ (চৌকিদার) মুহাম্মদ মজাহেরর,শাহানুর বেগম, শিপলা মাহাজন,মুহাম্মদ মাসুদুল আজম,মুহাম্মদ শাহজাহান,দীল মুহাম্মদ,আবদুল কাদের,মুহাম্মদ আনিস,মুহাম্মদ জুয়েল।জানাগেছে ইউনিয়নের ৬নং ওয়াডের দইল্ল্যা ঠিলার কৃষক আলী আজগর,সিরাজুল হক ও মামুনের ৬০শতক জমিনের পাকা ধান কেটে দিয়েছে ১০গ্রাম পুলিশ।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম বলেন এ মুহুর্তে গরিব কৃষকরা দিন পাল্লা শ্রমিক দিয়ে ধান কাটাতে পারছেনা।তাই কৃষকদের ধান গুলো কেটে দিয়ে গ্রাম পুলিশ (চৌকিদাররা)স্বেচ্ছায় যে মহৎ কাজ উপহার দিল আমি তাদের এ কাজে সত্যিই অভিভুত।তাদের ধন্যবাদ জানাই।তিনি বলেন ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগের ভাইয়েরা সারাদেশে গরিব অসহায় কৃষকদের পাকা ধান কেটে বিরল ইতিহাস সৃষ্টি করেছেন,তা জাতী কোনদিন ভুলবেনা।
You may also like
রাউজানে ধুলো ঢাকা আম গাছে মুকুলের হাসি
মীর আসলাম (রাউজান নিউজ): রাউজানের শহীদ জাফর সড়কের জানি পাথর এলাকা থেকে বৃক্ষবানুপুর পর্যন্ত সড়কের দুপাশে সারি সারি আম গাছ। এসময়ে ধুলায় ঢেকে থাকা এসব গাছে এখন হাসছে আমের মুকুল। ২০১৭ সালে এসব গাছের চারা গাছ রোপন করেছিলেন...
রাউজানে প্রধানমন্ত্রী শেখ হাসিরার উপহার ৫৪ পরিবারকে গৃহের চাবি হস্তান্তর
রাউজান নিউজ ডেক্স ঃ মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের মতো রাউজানে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন। ২৩ জানুয়ারি মুজিববর্ষ উপলক্ষে...
চুয়েটের টিএসসি পরিদর্শন করলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের
রাউজান নিউজ ডেক্স: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের মহোদয় ২৩ জানুয়ারি (শনিবার) ১০.০০ ঘটিকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ নবনির্মিত ছাত্র-শিক্ষক...
Add comment