প্রদীপ শীল.রাউজান নিউজ: উৎসমূখর পরিবেশে রাউজানে বই উৎসব উপজেলা প্রশাসনের। রাউজানে বই উৎসব পালন করছে উপজেলা প্রশাসন। ১ জানুয়ারী সকালে রাউজান সরকারী আর. আর. এ.সি মডেল হাই স্কুলে এই বই উৎসব পালিত হয়। বই উৎসব অনুষ্ঠানে কোমলমতি শিশু ও অভিবাবকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহছানুল হায়দর চৌধুরী বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, বক্তব্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, রাউজান সরকারী কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রশিদ, রাউজান স্কুলের প্রধান মোস্তাক আহম্মদ, যুব কর্মকর্তা শাহ-ই জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরীসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগন।
প্রধান অতিথি একেএম এহছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, সরকার শিক্ষার জন্য কাজ করছেন। দেশে শিক্ষার বিল্পব ঘটিয়েছে আওয়ামীলীগ সরকার। স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু মেধা জাতি গঠনে কাজ শুরু করেছিল। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সর্বোৎকৃষ্ট পর্যায়ে নিয়ে এসেছে।
নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, প্রধানমন্ত্রী নতুন বছরের প্রথম দিন নতুন বই উপহার দিয়ে শিক্ষার মান শতভাগ এগিয়ে নিয়ে গেছে। সরকার মনেপ্রাণে সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে পরিশ্রম করে যাচ্ছে। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নির্বাহী কর্মকর্তা বই উৎসবের অংশ হিসাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment