রাউজান নিউজ ডেক্স ঃ
রাউজানে উৎসব মুখর পরিবেশে ২৯ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগ রাউজান উপজেলার ১৪ বাগোয়ান ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাগোয়ান লাম্বুরহাটস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলন পায়রা উড়িয়ে উদ্বোধন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা সুনিল চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।
সম্মেলনে বক্তরা বলেন- তৃনমূলের কর্মীরাই বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তি। এই শক্তি এ.বি.এম ফজলে করিম চৌধুরী তথা শেখ হাসিনার হাতকে শক্তিসালী করতে কাজ করবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম এর সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন- রাউজান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর প্যানেল মেয়র বশির উদ্দীন খান, রাউজান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া, নুরুল আবছার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর আলী, জাফর আহম্মদ, শাহ আলম চৌধুরী, দপ্তর সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক সৈয়দ মোজাফ্ফর আহম্মদ, প্রচার সম্পাদক- দোস্ত মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম চৌধুরী রানা, কামরুল হাসান বাহাদুর, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইরফার আহম্মদ চৌধুরী, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী, আবু জাফর মোঃ রাসেশ, তপন দে, প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনে বতমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সুনিল চক্রবর্তীকে সভাপতি ও আরিফুল আলমকে সাধারণ সম্পাদক মননিত করা হয়।
Add comment