নিজস্ব সংবাদদাতা🌏 উরকিরচরে শোহদায়ে কারবালা মাহফিল ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর সালানা ওরছ মোবারক।
চট্টগ্রামের রাউজানের উরকিরচর ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যােগে পবিত্র শোহদায়ে কারবালা স্মরণে ও অাওলাদে রাসুল (দ.), অাল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর সালানা ওরছ মোবারক বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গত রোববার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় অালামিয়াহাট পাশ্বর্স্থ মাঠে কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরঅান, খতমে গাউসিয়া শরীফ, ফ্রি খৎনা ক্যাম্প, দুস্তদের মাঝে চাউল বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, অাওলিয়ায়ে কেরামগণের জীবনী অালোচনা, অাখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ। সংগঠনটির সভাপতি মুহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ অাব্দুল জব্বার সোহেল।
প্রধান অতিথি ছিলেন ঢাকা কাদেরীয়া তৈয়্যবীয়া অালিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন অাল অাজহারী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাজাঙ্গীর অালম চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন জামেয়া অাহমদিয়া সুন্নিয়া অালিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা জয়নাল অাবেদীন কাদেরী।
সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ সালাহ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক অামান উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী শফিউল অালম, রাউজান উপজেলা দক্ষিণ গাউসিয়া কমিটির সভাপতি অাবু বক্কর সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ, গাউসিয়া কমিটি অারব অামিরাত মুছাফ্ফা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম, জেলা গাউসিয়া কমিটির সদস্য অাহমেদ সৈয়্যদ, ডা. নজরুল ইসলাম, অালহাজ হাবিবুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন, অহিদুল ইসলাম শাহ সুজন, অধ্যক্ষ ওমর ফারুক মাস্টার, মুহাম্মদ কামাল উদ্দিন, জাহেদুল হক, মুহাম্মদ ইউনুছ, মাওলানা অালাউদ্দিন অাল কাদেরী প্রমুখ।
রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ
Add comment