মীর আসলাম. রাউজান নিউজ: মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, যৌতুক, বাল্য বিয়ে ও নারী নির্যাতন সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সমাবেশ আয়োজন করছেন রাউজান উপজেলা প্রশাসন। কয়েকদিন আগে রাউজান আর আর এসি উচ্চ বিদ্যালয়ে প্রথম শিক্ষার্থী সমাবেশ করার পর ২৫ নভেম্বর দ্বিতীয় ও তৃতীয় সভা করেছে পৌরসভার ব্যরিষ্টার সুরেশ উচ্চ বিদ্যালয় ও হলদিয়ার হযরত ইয়াছিন শাহ স্কুল এ- কলেজ মিলানায়তনে শিক্ষার্থীদের নিয়ে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
২৫ নভেম্বর সকালে ব্যরিষ্টার সুরেশ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি পৌরসভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিত কুমার সুশীল, উপজেলা জামে মসজিদের ইমাম মওলানা এমএ মতিন, সাংবাদিক শফিউল আলম। দ্বিতীয় সমাবেশে হলদিয়ার হযরত ইয়াছিন শাহ স্কুল এ- কলেজ মিলানায়তনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা,স্থানীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, অর্পণ চাকমা, আওয়ামীলীগ নেতা এসএম বাবর, রুনু ভট্টাচার্য প্রমুখ।
Add comment