উদ্বোধন হলো রাউজান সুলতানপুর ৫০ শয্যার আইসোলেশন সেন্টার ॥ প্রথম দিনে ভর্তি ১০ রোগি
মীর আসলাম (রাউজান নিউজ)ঃ
রাউজান উপজেলা সদরে উদ্বোধন করা হয়েছে সুলতানপুর হাসপাতালে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার।
১৫ জুলাই (বুধবার) করোনা সংক্রমিত মানুষের জন্য প্রস্তুত করা এই আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি মোবাইল লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়ে।
সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগ নিয়ে দীর্ঘ সময় ধরে জনবলের অভাবে পরিত্যাক্ত হয়ে থাকা সুলতানপুর সরকারি এই হাসপাতালে করোনা রোগিদের চিকিৎসা সেবায় আইসোলেশন সেন্টারটি করেন, রোগির জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষে এই প্রতিষ্ঠান গড়তে সহায়তা দেয়। এদিন হাসপাতালে ১০জন রোগি ভর্তি হয়। উদ্বোধনের পর হাসপাতালটি পরিদর্শন করেন উদ্যোক্তা তরুন আওয়ামীলীগ নেতা ফারাজ করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তরুণ আওয়ামীলীগ নেতা ফারাজ করিম চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূরুল আলম দীন ও হাসপাতালে চিকিৎসা সেবাদানকারী দলের প্রধান আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে সাবেক রেজিস্টার ও ডা. ফজল করিম বাবুল।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্, রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, কামরুল হাসান বাহাদুর, যুগ্ম সম্পাদক ও পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, বি এম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, প্রিয়তোষ চৌধুরী, মুছা আলম খান, মহিলা কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস ডলি, কাউন্সিলর আজাদ হোসেন, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবলু, দিলীপ দে দিপলু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ।
Add comment