রাউজান নিউজ ডেস্ক 🌏আহলে সুন্নাত ওয়াল জামাতের রাউজান উপজেলা দক্ষিণের কাউন্সিল আগামী ২৩ অক্টোবর
আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিন গঠন কল্পে এক মতবিনিময় সভা ৫ অক্টোবর শনিবার গশ্চি হাবিবীয়া দরবার শরীফে পূর্বগুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এস এম আবু মোস্তাক আলকাদেরীর সভাপতিত্বে ও গশ্চি হাবিবীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি জিললুর রহমান হাবিবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক সৈয়্যদ মুহাম্মদ হোসাইন,অধ্যাপক সৈয়্যদ মুহাম্মদ জামাল উদ্দিন,মাওলানা মুহাম্মদ অলিউর রহমান আলকাদেরী,নুর আহম্মদ,মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম আলকাদেরী,মাওলানা আশেক বিন আবদুল আজিজ,মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান আনছারী,হাফেজ মুহাম্মদ হুমায়ুন কবীর,মাওলানা সৈয়্যদ মুহাম্মদ শওকত হোসাইন রেজভী,মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম কিবরিয়া, বক্তব্য রাখেন মুহাম্মদ নজরুল ইসলাম,
কাজী মুহাম্মদ শওকত হোসাইন, মুহাম্মদ ফিরোজুল ইসলাম চৌধুরী,নুর আহম্মদ,
মুহাম্মদ আবদুল্লাহ আল রোমান,মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন, মাওলানা তারেক হোসাইন,মাওলানা রেজাউল কবির আলকাদেরী,মাওলানা মুহাম্মদ হামিদ হোসাইন,মাওলানা লিয়াকত আলী ভান্ডারী মাওলানা সৈয়্যদ মুহাম্মদ মহিউদ্দিন,হাফেজ মুহাম্মদ আতাউল বারী প্রমুখ।
সভায় আগামী ২৩ অক্টোবর সকাল ০৯ টা হতে পাহাড়তলী ব্রাদার্স কনভেনশন হলে রাউজানের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সকল আলেম ওলামা, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ রাউজান দক্ষিণের কাউন্সিল করার সিদ্ধান্ত গৃহিত হয়। কাউন্সিল সফল কল্পে মাওলানা আবু মোস্তাক আলকাদেরীকে আহবায়ক ও মাওলানা মুফতি জিললুর রহমান হাবিবীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ
Add comment