অবশেষে থানায় মামলা করেছে মেয়েটির বাবা। প্রথমে তাকে কিছু নেতারা চাপে রেখে ভয়ভীতি দেখিয়ে মামলা করতে দেয় নি। পুলিশ মামলা নিতে চান নি। পরে আমার পরামর্শে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সদস্যদের প্রচেষ্টায় মামলাটি করা হয়।
শুনেছি কয়েকটি সমিতি/সংগঠন এই ঘটনাটি টাকাপয়সা দিয়ে মীমাংসা করতে চেয়েছিল। কিন্তু এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, “রাউজানের প্রতিটি সন্তানই আমার ছেলেমেয়ে, আমার মেয়ের হত্যার বিচার হতেই হবে “।
আমি ফারাজ করিম চৌধুরী, আমার জীবনে উপরে এক আল্লাহ্ ছাড়া কাউকে ভয় করি নি। মুখে মুখে জাতির পিতার আদর্শ সবাই পালন করে আজকাল। আমি স্রোতে থেকেও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও সত্যিকার অর্থে জনগণের হৃদয়ের কথাগুলো বলতে ভয় করিনা।
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।
উল্লেখ, রাউজানে বাসের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত ঘর্টনার, এমপির পুত্র ফারাজ করিম চৌধুরীর এই উদ্যোগ গ্রহণ বরেন, সত্যি অসাধারণ একজন তরুণ সাহসি সৎ মানুষ বাবার পাশাপাশি ছেলেকে ও পেয়েছে।
♦অামির হামজা (রাউজান নিউজ)
Add comment