নিজস্ব প্রতিবেদক.রাউজান নিউজ: উত্তর রাউজানের বৃহত আমিরহাট বাজার ব্যবসায়ীদের নির্বাচনের তারিখ ঘোষনার পর মঙ্গলবার সন্দ্যা পর্যন্ত ৭টি পদের বিপরীতে ২৪টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন পদের প্রার্থীগন।
রবিবার রাতে নির্বাচন কমিশনের বৈঠকে তাফসিল ঘোষনার পর নির্বাচনের আমেজ সৃষ্টি হয় বাজার জুড়ে।সে হিসাবে আগামি পহেলা মার্চ রোববার আমিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্টিত হবে।
২৫৯জন ভোটার তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচন করবেন।নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে সভাপতি,সহ-সভাপতি,সাধারন সম্পাদক,সহ সাধারন সম্পাদক,সাংগঠনিক সম্পাদক,অর্থ সম্পাদক ও প্রচার সম্পাদক পদে নির্বাচন অনুষ্টিত হবে।নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে আগ্রহ বেড়েছে বহুগুন।
মঙ্গলবার সকাল থেকে সন্দ্যা ৭টা পর্যন্ত ৭টি পদের বিপরীতে ২৪জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।তাঁরা হলেন সভাপতি পদে আলহাজ্জ মাওলানা আলী সিদ্দিকী,মুহাম্মদ আবু রাশেদ রিমন,নাসির উদ্দিন ইলিয়াছ,সহ-সভাপতি পদে জসিম মেম্বার,নুরুল আলম সওদাগর,সাধারন সম্পাদক পদে আবদু রশিদ স্বপন,শেখ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,আলহাজ্জ জয়নাল আবেদীন,মুহাম্মদ মনসুর আলম,সহ-সাধারন সম্পাদক পদে মুহাম্মদ বেলাল হাসান,এস এম আক্তার,মুহাম্মদ এমরান আলম,সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম মিন্টু, কল্লোল দেব,মুহাম্মদ মামুন মিয়া,শহিদুল ইসলাম,অর্থ সসম্পাদক পদে সুজন সেন,সাইফুল ইসলাম,তসলিম উদ্দিন,জিয়াউল করিম, প্রচার সম্পাদক পদে মুহাম্মদ নুর উদ্দিন সুমন,ফরমান চৌধুরী,মুহাম্মদ শাহাজান।প্রায় সাড়ে ৩শ বছর আগে পশ্চিম ডাবুয়ার জমিদার এডভোকেট আমির চৌধুরী বাজারটি প্রতিষ্টা করেন।
একসময়ের একেবারে ছোট আমিরহাটটি এখন ব্যবসা বানিজ্যর প্রধান কেন্দ্রে রুপ নিয়েছে হলদিয়া-ডাবুয়া সহ বিভিন্ন এলাকার মানুষের।ব্যাংকবিমা,স্কুল,কলেজ,কেজি,সাপ্তাহিক সহ নিত্য কাঁচাবাজার,আবাসিক ভবন,মসজিদ সকল সুযোগ সুবিদা ভোগ করছেন ক্রেতা বিক্রেতা।
১লা মার্চ নির্বাচনের তারিখ অনুযায়ী সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনার।এছাড়া মঙ্গলবার ১৮ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্দ্যা পর্যন্ত বিক্রি হয় বিভিন্ন পদের মনোনয়ন ফরম।
মনোনয়ন ফরম জমাদানের শেষ তারিখ ১৯ফেব্রুয়ারী বুধবার বিকাল ৪টা,ফরম যাচাই বাচাই ২০ফেব্রুয়ারী সকাল ১০টা হতে একইদিন বেলা ১টা,বাতিল ফরমের আপিল ২০ফ্রেব্রুয়ারী বেলা ২টা হতে সন্দ্যা ৬টা পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যহারের শেষ তারিখ ২১ফেব্রুয়ারী সকাল ১০টা হতে একইদিন বেলা ১টা,প্রতিক বরাদ্ব ২১ফেব্রুয়ারী বেলা ২টা হতে সন্দ্যা ৭টা পর্যন্ত।
নির্বাচনী প্রচারনা ২৩ফেব্রুয়ারী হতে ২৮ফেব্রুয়ারী রাত ৮টা পর্যন্ত।নির্বাচনকে সামনে রেখে ভোটের আমেজ বিরাজ করছে রাউজানের বৃহত আমিরহাট বাজারে।
নির্বাচন কমিশনের প্রতিনিধি এনামুল হক সওদাগর জানান সকাল থেকে সন্দ্যা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বার্তা সম্পাদক.আমির হামজা
Add comment