এম, অারফাত হোসাইন (রাউজান নিউজ) ♦
আধার মানিক যুব নিশানের মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাউজানে আধার মানিক যুব নিশানের উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) স্মরণে আজিমুশশান মিলাদ ও মোশায়ারা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারী) রাতে আধার মানিক হাফেজিয়া মুনিরুল মোস্তফা দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে মাহফিলে কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা মমতাজুল হক নূরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গহিরা আলীয়া মাদরাসার মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা মুফতি ইব্রাহিম হানফি।
প্রধান অতিথি বক্তা ছিলেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের এশায়াত সম্পাদক হযরতুলহাজ্ব আল্লামা সেকান্দর আলী।
বিশেষ অতিথি ছিলেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ আধার মানিক শাখার সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা ফরিদ উদ্দিন ছিদ্দিকী, পূর্ব গুজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দিদারুল আলম, সংগঠনের উপদেষ্ঠা আলহাজ্ব আবুল বশর, ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম, মো.জসিম উদ্দিন, মাওলানা শফিউল আলম, মো. মোজাম্মেল খাঁন, সংগঠনের সভাপতি মাওলানা মো. এরশাদ, শায়ের মো. আলী।
Add comment