প্রদীপ শীল (রাউজান নিউজ)🔴 আইন নিজের হাতে নিয়ে গনপিঠুনি না করতে রাউজানে স্পটে স্পটে সচেতনতা মূলক প্রচার পুলিশের!
গনপিঠুনি ঠেকাতে রাউজান পুলিশ মোড়ে মোড়ে সচেতনতা মূলক প্রচার শুরু করেছে। ২৩ জুলাই মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্পটে হ্যান্ড মাইক দিয়ে পুলিশ এই সচেতনতা মূলক প্রচার করতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে রাউজান থানার চৌকস পুলিশ অফিসার এসআই সাইমুলের নেতৃত্বে একদল পুলিশ গাড়ি নিয়ে ছুটে বেড়াছে জনবহুল স্পটে স্পটে। জলিল নগর বাস ষ্টেশন, মুন্সিরঘাটা গহিরা, নোয়াপাড়া, পাহাড়তলীসহ বিভিন্ন হাট বাজারে ছেলে ধরা সম্পর্কে অবহিত করে জনসাধারণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া পরামর্শ দেয়া হয়।
এসময় এসআই সাইমুল বলেন আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে সন্দেহ মনে হলে স্থানীয় জনপ্রতিনিধি অথবা থানা পুলিশকে খবর দিতে হবে। তিনি বলেন, গুজবে কান দিবেন না। ইতিমধ্যে নিরপরাধ মানুষ গণপিঠুনির শিকার হয়ে মৃত্যু বরন করেছে।
এছাড়া প্রচার কাজে পুলিশকে সহযোগীতা করতে দেখা গেছে সরকার দলীয় লোকজনকে। রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পুলিশকে সহযোগীতা করতে দেখা গেছে।
দেশের বিভিন্ন স্থানে গণপিঠুনির নিয়ে অনুপ চক্রবর্তী বলেন, জামাত বিএনপি দেশে অস্থিরতা সৃষ্টি করতে পদ্মা সেতুতে কল্লা কাটা মাথা লাগবে বলে প্রথমে গুজব ছড়ায়। তারপর নিরহ লোকজনকে ছেলে ধরা বলে পরিকল্পিত ভাবে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা ষড়যন্ত্রে মেতে উঠেছে। সরকারকে বেকায়দা ফেলতে এসব করছে তারা। তিনি বলেন রাউজানের মানুষ অনেক সচেতন।
আমাদের নেতা এবিএম ফজলে করিম চৌধুরীর ঘোষনা দিয়েছেন শান্ত রাউজানে জামাত-বিএনপির কোন ষড়যন্ত্র কাজ হবে না। তিনি বলেন, ছাত্রলীগ ছেলে ধরা, গণপিঠুনির মতো জগন্য কাজ করতে দেবে না। পৌর ছাত্রলীগ জনগনে জান মালের নিরাপত্তা বিধান কাজ করবে সার্বক্ষণিক।
রাউজান নিউজ🔺আমির হামজা🔺বার্তা বিভাগ
Add comment