
সংগঠক এস এম জাহাঙ্গীর আলম সুমন

হাবিব উল্লাহ (রাউজান নিউজ)ঃ
রাউজানের ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন উরকিরচর জনকল্যাণ ছাত্র সংঘের ২০২৩ - ২৪ ইং নবগঠিত কার্যনির্বাহি কমিটির শপথ গ্ৰহণ ও অভিষেক অনুষ্ঠান সংগঠনের স্থায়ী কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতির আহবায়ক ও উপদেষ্টা সদস্য আলহাজ্ব নুরুন আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব কবি ও সাহিত্যিক আবদুল মন্নান খানেঁর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উরকিরচর জনতা সংঘের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক এস এম জাহাঙ্গীর আলম সুমন।
এতে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সদস্য মোঃ ইউছুপ আলী,সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জানে আলম,সাবেক সভাপতি এস এম আকতার হোসেন, আলহাজ্ব আবুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কন্ট্রাক্টর,সাবেক মেম্বার মোঃ আবছার,সাবেক সভাপতি মোঃ মনছুর আলম ও মোঃ আলী।
উপস্থিত ছিলেন আলহাজ্ব সামশুল আলম, প্রবাসী জনকল্যাণ ছাত্র সংঘর আহবায়ক মোঃ শফিউল আলম, সাংবাদিক মোঃ সবুর,মোহাম্মদ মিঞা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ এরশাদ । বক্তব্য রাখেন নবগঠিত কার্যনির্বাহি কমিটির সভাপতি মোঃ তানভীরুজ্জামান তানিম , সাধারণ সম্পাদক আসিফ আরমান রিয়াদ, সহ-সভাপতি মোঃ আসিফ আরমান ,মোঃ সাইফুল ইসলাম ,মোঃ বাদশা, সহ-সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ উদ্দীন , মাহবুবুল আলম মুন্না , অর্থ সম্পাদক মোঃ শাহেদ ও মোঃ সাকিব প্রমূখ।
আলোচনা শেষে নবগঠিত কার্যনির্বাহি কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করে শপথ করান আলহাজ্ব মোঃ নুরুন আমিন।

-
01/28/2023 47
-
01/25/2023 36
-
01/25/2023 93
-
01/20/2023 91
-
01/20/2023 212
-
09/19/2022 1405
-
12/19/2022 1040
-
07/12/2022 895
-
08/17/2022 757
-
12/01/2022 756
ফিচার নিউজ

রাউজান সংবাদ

জাতীয়

সাহিত্য

রাউজান সংবাদ

আন্তর্জাতিক
ফটো গ্যালারি


LEAVE A COMMENT