

রাউজান উরকিরচর ইউনিয়নের প্রাচীন বিদ্যাপিঠ আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান ১৩ জানুয়ারি শুক্রবার। একই সাথে তারা এদিন উদযাপন করবেন ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টির প্লাটিনাম জয়ন্তী। প্রাক্তনদের এই মিলন মেলায় যোগদেবেন দেশ বিদেশ থেকে আসা অনেক প্রাক্তন শিক্ষার্থী। তারা এই অনুষ্ঠান সাজাচ্ছেন বর্ণাঢ্য সাজে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তুলে ধরবেন বাংলার হারোনা দিনের এতিহাস ঐতিহ্য।
আয়োজন রেখেছেন গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া খেলাধুলা,স্বাদ নেবেন নানা রকম পিঠাপুলির। সংম্বর্ধনা প্রদান করছেন গ্রামে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ১৩জন কৃতি শিক্ষার্থীকে। তাদের মধ্যে আছেন একুশে পদকপ্রাপ্ত দুই কৃতি ড. প্রণব কুমার বড়ুয়া ও অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়াসহ ও দেশ বিদেশে সরকারি ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবীধারীরা। সংম্বর্ধিত অতিথিদের মধ্যে ওয়েছেন ১০ ডক্টরেট ডিগ্রীধারী। কর্মসূচিতে রাখা হয়েছে চিকিৎসা সেবা।
১২ জানুয়ারি বিদ্যালয় হল রুমে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান আয়োজকগণ। দিন ব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আধুনিক রাউজানের রূপকার খ্যাত রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করবেন একুশে পদকে ভুষিত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড.প্রণব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।
১২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানসূচির বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সদস্য সচিব অঞ্চল কুমার তালুকদার। সাংবাদিকদের বিফিং অনুষ্ঠানে ঢাকা থেকে লর্ড স্পীকারে যোগদেন আয়োজক কমিটির আহ্বায়ক ডা. উত্তম বড়ুয়া। এসময় উপস্থিত কমিটির সদস্য ত্রিদীপ কুমার বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, মোহাম্মদ আলী জিন্নাহ, রবিন্দ্র লাল বনিক, অসীম কুমার বড়ুয়া, অনুপম কুমার বড়ুয়া, রূপতি রঞ্জন বড়ুয়া,রূপায়ন বড়ুয়া কাজল, অধ্যাপক প্রিয়োতোষ বড়ুয়া, খগেন্দ্র লাল বড়ুয়া, অজিত কুমার বড়ুয়া, লিটন দে, বিমল বড়ুয়া, প্রণব কুমার বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুমেধ বড়ুয়া অনুষ্ঠানমালা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

-
01/28/2023 45
-
01/25/2023 36
-
01/25/2023 93
-
01/20/2023 90
-
01/20/2023 212
-
09/19/2022 1405
-
12/19/2022 1040
-
07/12/2022 895
-
08/17/2022 757
-
12/01/2022 755
ফিচার নিউজ

রাউজান সংবাদ

জাতীয়

সাহিত্য

রাউজান সংবাদ

আন্তর্জাতিক
ফটো গ্যালারি


LEAVE A COMMENT