
লাশ উঠানের এক কোনায় অ্যাম্বুলেন্সে ফেলে রেখে বাবার রিটার্নমেন্টের ৫০ লাখ টাকার ভাগাভাগি

বোরহান উদ্দীন নিয়াজ (রাউজান নিউজ): গত এক বছর ক্যানসার আক্রান্ত পদ্মা অয়েল কোম্পানির সাবেক কর্মকর্তা চট্টগ্রামের কর্ণফুলীর মনির আহমেদ (৬২) চিকিৎসাধীন অবস্থায় ২৪ ডিসেম্বর (শনিবার) মারা যান।
২৬ ডিসেম্বর (সোমবার) সকাল পর্যন্ত দাফনের নসিব হয়নি মনির আহমদের। কারণ লাশ উঠানের এক কোনায় অ্যাম্বুলেন্সে ফেলে রেখে বাবার রিটার্নমেন্টের ৫০ লাখ টাকার ভাগাভাগিতে ব্যস্ত মনির আহমেদের তিন মেয়ে বেবি আক্তার, লিপি আক্তার জোছনা আক্তার এবং ছেলে জাহাঙ্গীর আলম। ভাগাভাগিতে যোগ দিতে ইতোমধ্যে দেশের উদ্দেশ্য রওনা হয়েছেন বিদেশ থাকা ছোটো ছেলে আলমগীর।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় মারা যান মনির আহমদ । চাকরির অবসরের সময় কোম্পানি থেকে ৫০ লাখ টাকা পান তিনি। সে টাকা ভাগাভাগি না হওয়া পর্যন্ত লাশ দাফন করতে দেয়নি সন্তানেরা।
মৃতের বড় ছেলে জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, বড় বোন বেবি আক্তার বাবা মনির আহমদের অসুস্থতার সুযোগে কৌশলে এবি ব্যাংক চাতরী আনোয়ারা শাখা থেকে ৩০ লাখ টাকা তুলে নেয়। তবে তিনি তা অস্বীকার করছে। এখন আমার ছোট ভাইও বিদেশ থেকে আসতেছে। তারপর দাফন হবে।
তবে অভিযুক্ত বেবি আক্তার বিষয়টি অস্বীকার করে বলেন, টাকার বিষয়ে আমি কিছু জানি না।
এই প্রসঙ্গে বড়উঠানের ইউপি চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেন, আমি এই সম্পর্কে কিছুক্ষণ আগে শুনেছি একজন লোক মারা গেছে তার রেখে যাওয়া টাকার ভাগাভাগির জন্য লাশ দাফন করতে দিচ্ছে না। বিষয়টি আমি দেখছি।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, বড়উঠানে মনির আহমদ নামে এক ব্যক্তির মৃত্যুর পর ছেলেমেয়েদের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। মৃত ৫০ লাখ টাকা থেকে এক মেয়ে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়। ওখানে মানুষের ভিড় বেড়ে যাওয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

-
01/28/2023 47
-
01/25/2023 36
-
01/25/2023 93
-
01/20/2023 91
-
01/20/2023 212
-
09/19/2022 1406
-
12/19/2022 1041
-
07/12/2022 895
-
08/17/2022 757
-
12/01/2022 756
ফিচার নিউজ

রাউজান সংবাদ

জাতীয়

সাহিত্য

রাউজান সংবাদ

আন্তর্জাতিক
ফটো গ্যালারি


LEAVE A COMMENT