
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে

মুহাম্মদ নয়ুম (রাউজান নিউজ): টানা ছুটিতে বড় দিনসহ তিন দিনের ছুটির ফাঁদে দেশ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। বৃহস্পতিবার রাতেই কক্সবাজার পৌঁছেছেন বিপুল সংখ্যক পর্যটক।
(২৩ ডিসেম্বর) শুক্রবার ভোর থেকেই দেখা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে তিল ধারণের ঠাঁই নেই।শহরের অলিগলি ,সমুদ্র সৈকতসহ দর্শনীয় স্থানগুলো এখন পর্যটকমুখর। বড় দিনসহ টানা তিন দিনের ছুটির ফাঁদে পড়েছে দেশ।
আবাসিক হোটেল ও রিসোর্ট মালিক সমিতির তথ্যমতে, ইতোমধ্যেই হোটেল-মোটেল, গেস্ট হাউসের সব রুম বুকিং হয়ে গেছে। বিশেষ করে পর্যন্ত কক্সবাজারের অধিকাংশ হোটেলে কোনো রুম নেই। বুকিং থাকায় যেসব পর্যটক একদিন আগে কক্সবাজার পৌঁছেছেন, তারা রুম পেতে হিমশিম খাচ্ছেন।
কক্সবাজারে এখন দুই লাখ পর্যটকের সমাগম ঘটেছে। শহরের রাস্তা অলিগলিতে মানুষ আর মানুষ। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পাথুরে বিচ ইনানী, পাটুয়ারটেক, সেন্টমার্টিন, রামু, মহেশখালীসহ জেলার অন্যান্য পর্যটন স্পটগুলোও পর্যটকদের পদভারে মুখরিত।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার সভাপতি আনোয়ার কামাল সাংবাদিকদের বলেন, তিন দিনের ছুটিতে আমাদের ৪৫৫টি হোটেল বুকিং হয়েছে। অনলাইনে অনেক পর্যটক রুম চাইলেও দিতে পারছি না। ছুটির দিনগুলোয় নগরীতে সাড়ে ৩ লাখের বেশি পর্যটক সমাগম হবে।
পর্যটকদের দায়িত্বে থাকা লাইফ গার্ড কর্মীরা জানান, বৃহস্পতিবার থেকে সৈকতে পর্যটকের চাপ বেশি। তাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আমরা পর্যটকের নিরাপত্তায় সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ওসি গাজী মিজান সাংবাদিকদের বলেন, কক্সবাজারের প্রতিটি পর্যটক স্পটে তিন দিনের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের সেবা নিশ্চিত এবং হয়রানি বন্ধে আমরা হেল্প ডেস্ক স্থাপন করেছি।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটক সেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, পর্যটকদের নিরাপত্তায় সবসময় মাঠে কাজ করছেন তারা। খাবার থেকে শুরু করে সবকিছু দাম নিয়ন্ত্রণে রাখতে তদারকি বাড়ানো হয়েছে।

-
01/28/2023 47
-
01/25/2023 36
-
01/25/2023 93
-
01/20/2023 91
-
01/20/2023 212
-
09/19/2022 1405
-
12/19/2022 1040
-
07/12/2022 895
-
08/17/2022 757
-
12/01/2022 756
ফিচার নিউজ

রাউজান সংবাদ

জাতীয়

সাহিত্য

রাউজান সংবাদ

আন্তর্জাতিক
ফটো গ্যালারি


LEAVE A COMMENT