
দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল সরকারের

মোহাম্মদ নয়ুম (রাউজান নিউজ):করোনা টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকার কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। (৩০ নভেম্বর) বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক ।
তিনি বলেন , ষাটোর্ধ্ব ব্যক্তি,সম্মুখ সারির যোদ্ধা, ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছেন কারিগরি পরামর্শক কমিটি। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে জানান । ডা. শামসুল হক বলেন, চতুর্থ ডোজের জন্য পর্যাপ্ত টিকা আছে।
দেশে ৭ দিনের বিশেষ ক্যাম্পেইনে আমরা দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। কর্মসূচি চলবে ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ লাখ ডোজ। ক্যাম্পেইনে ১৭ হাজার ১১৬টি টিম কাজ করবে বলে বলেছেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল সরকারের । তবে এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজের বিপরীতে তৃতীয় ডোজ নিয়েছেন ৪৭ দশমিক শূন্য ৬ শতাংশ মানুষ।

-
01/28/2023 47
-
01/25/2023 36
-
01/25/2023 94
-
01/20/2023 91
-
01/20/2023 212
-
09/19/2022 1406
-
12/19/2022 1041
-
07/12/2022 895
-
08/17/2022 758
-
12/01/2022 756
ফিচার নিউজ

রাউজান সংবাদ

জাতীয়

সাহিত্য

রাউজান সংবাদ

আন্তর্জাতিক
ফটো গ্যালারি


LEAVE A COMMENT