
সংগ্রহীত

মীর আসলাম॥ রাউজানে মোছাম্মদ আদফিয়া হোসেন রাহেজা (১৮) নামে এক তরুনী আত্মহত্যা করেছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায় আত্মহুতি দেয়া রাহেজা ওই গ্রামের মোঃ জেবল হোসেনের কন্যা, চট্টগ্রাম মহিলা কলেজের ছাত্রী । স্থানীয়রা জানিয়েছে রাহেজার বাবা-মায়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় তিনি মানষিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। এই পরিস্থিতির মধ্যে তার মা বাবাকে ছেড়ে হাটহাজারী (রাহেজার নানার বাড়িতে) বাপের বাড়িতে চলে যায়। তাদের বিবাহ বিচ্ছেদের পর্যায়ে গড়ায়। এর জের ধরে মানষিক ভাবে ভেঙ্গে পড়া রাহেজা নিজ বসতঘরের দ্বিতীয় তলায় গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
জানা যায় স্থানীয়রা উদ্ধার করে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ লাশটি থানায় নিয়ে যান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদল্লাহ আল হারুন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হবে। রাহেজার বাবার দুই মেয়ে এক ছেলের মধ্যে সে সবার বড় বলে জানা যায়।

-
01/28/2023 47
-
01/25/2023 36
-
01/25/2023 93
-
01/20/2023 91
-
01/20/2023 212
-
09/19/2022 1406
-
12/19/2022 1041
-
07/12/2022 895
-
08/17/2022 757
-
12/01/2022 756
ফিচার নিউজ

রাউজান সংবাদ

জাতীয়

সাহিত্য

রাউজান সংবাদ

আন্তর্জাতিক
ফটো গ্যালারি


LEAVE A COMMENT