কাইয়ুম হোসেন মিরাজ-রাজস্থলী প্রতিনিধি ♦
রাজস্থলীতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওয়ারিন্টেশন কর্মশালা। রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ৬ই ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা গণমিলনায়াতনে তথ্য অফিস কাপ্তাইয়ের উদ্যোগে
শিশু ও নারী উন্নয়নে সচেতন মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)”শীর্ষক প্রকল্পের আওতায় দিন ব্যাপী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওয়ারিন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শেখ ছাদেক এর সভাপতিত্বে রতন আসাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সুইউ মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোঃ হারুন, শিক্ষক, শিক্ষিকা,সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা বলেন, আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ, অভিবাবক দের সচেতন হতে হবে তার শিশু কি করছে,শিশুদের কোন ভাবেই মানুষীক বা শারিরিক কোন প্রকার নির্যাতন করা থেকে দূরে থাকতে হবে,এবং তার বয়সের সাথে তাল মিলিয়ে তাকে গড়ে তুলতে হবে বলে তিনি বলেন।
এসময় কর্মশালার সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শেখ ছাদেক বলেন, শিশু ও নারীর অধিকার আদায়ের ক্ষেত্রে বর্তমান সরকার নানা প্রকার উদ্যোগ গ্রহণ করেছেন, সমাজের সকল ভাল কাজে পুরুষের সাথে নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছে,
এসময় সমাজের সর্বস্তরের মানুষদের শিশুদের প্রতি যত্নশীল হওয়ার জন্য আহবান জানান।
এবং উক্ত কর্মশালা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।